ধর্ষণের পর এক নারীকে জীবিত পুড়িয়ে হত্যার পর এক মনিপুরি নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ০৯ নভেম্বর শনিবার মনিপুরের বিষ্ণুপুর জেলায় এই ঘটনা ঘটে।
ইম্ফাল উপত্যকায় কাজ করছিল নীহত ওই মনিপুরী নারী। ধানক্ষেতে কৃষকদের সাথে কাজ করার সময় পাহাড় থেকে ছোড়া মেইতেই সন্ত্রাসীদের গুলিতে ঘটনস্থলেই মারার যায় ওই নারী।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কেন্দ্র থেকে নিয়োগকৃত সেনাবাহিনী এই ধরণের হামলার কোনো প্রতিরোধ করছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
এই ঘটনার দুইদিন আগে ৩১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পরে পুড়িয়ে হত্যা করে।
মনিপুরের ইমফাল উপাত্যকায় গত বছরের মে মাস থেকে মেইতেই সম্প্রদায় এবং পাহাঢ় ভিত্তিক কুকি সম্প্রদায়ের মাঝে সংঘর্ষে এই পর্যন্ত মোট দুইশত জন নিহত হয়েছে এবং বাড়ি-ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।
তথ্যসূত্রঃ
1. Manipur: Woman working in paddy fields gunned down in Bishnupur district
– https://tinyurl.com/wcp6hday