ভারতে ৫০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে ফেলার আদেশ দিয়েছে উত্তর প্রদেশের আদালত। উত্তর প্রদেশের ভাগপাত এলাকায় অবস্থিত টিকাওয়ালী মসজিদকে ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার আদেশ দিয়েছে। গত ০৮ নভেম্বর ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রচারিত হয়।
স্থানীয় একটি পুকুরের জমি অধিগ্রহণ করার অভিযোগ তুলে এই রায় দিয়েছে উত্তর প্রদেশের আদালত। মসজিদ ভেঙে ফেলার পাশা-পাশই দুই লাখ রুপি জরিমানাও করেছে। আগামী ২৮ নভেম্বরের মাঝে মসজিদটি ভেঙে ফেলার আদেশ দিয়েছে আদালত।
আদালতের এই আদেশ স্থানীয় জনগণের মাঝে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে। কয়েক দশক আগে প্রতিষ্ঠিত মসজিদ ভাঙার এই রায়ের বিরুদ্ধে তীব্রর ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মুসলিমরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘আদালতের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে মুসলিমদের প্রতি অবিচার।’
তথ্যসূত্রঃ
1.Court Order to Demolish 50-Year-Old Mosque in UP Village Upsets Locals
– https://tinyurl.com/24xdunfp