বিগত মাসে ৩৭ হাজার জেরিবের অধিক বেদখল জমি পুনরুদ্ধার করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
104

বিগত পুতুল প্রশাসনের আমলে আফগানিস্তানে প্রভাবশালী শ্রেণীর লোকেরা অসংখ্য সরকারি-বেসরকারী জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর এই সকল বেদখল জমি পুনরুদ্ধারে কার্যক্রম পরিচালনা করে চলেছে।

বিগত চন্দ্রমাসে (রবিউস সানি) ৩৭ হাজার ৪২৯ জেরিব সরকারি জমি অবৈধ দখলমুক্ত করেছে ইমারতে ইসলামিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়। দেশের ১৩টি প্রদেশ থেকে এই জমিগুলো পুনরুদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমি সংশ্লিষ্ট সরকারি বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসূলি তথ্যগুলো জানিয়েছেন।

তিনি আরও জানান, সদ্য পুনরুদ্ধারকৃত জমিসমূহের অধিকাংশই তাখার প্রদেশে অবস্থিত। প্রদেশটি থেকে প্রায় ১০ হাজার জেরিব জমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়া নানগারহার, কুন্দুজ, পারওয়ান, ঘোর, পাঞ্জশির, লাঘমান, সারেপুল, সামানগান, বাদঘিস ও ময়দান ওয়ারদাক প্রদেশের অসংখ্য অবৈধ জমি পুনরুদ্ধার করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অপরদিকে ৩১টি প্রদেশের ৭ লক্ষ ৮০ হাজার ৭১১ জেরিব জমির পুনরুদ্ধার প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। এছাড়া বিগত মাসে দেশের ২৪টি প্রদেশে অবৈধ দখলকৃত আরও ৫ লক্ষ ২২ হাজার ৯৪০ জেরিব সরকারি জমি চিহ্নিত করেছে মন্ত্রণালয়টির কারিগরি টিম।

উল্লেখ্য যে, জেরিব হল জমি পরিমাপের একটি একক। ১ জেরিব ২১,৭৬০ বর্গ ফুটের সমান।


তথ্যসূত্র:
1. تېره میاشت د هېواد په کچه څه باندې ۳۷ زره جریبه دولتي ځمکه له غصب څخه خلاصه او اړوندو ادارو ته تسلیم شوې
– https://tinyurl.com/bdkp87dt
2. Ministry of Justice: Over 37,000 Acres of Land Reclaimed in One Month
– https://tinyurl.com/yn5m3yem

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাসে ৩০ লাখ টাকা ঘুষ আদায় করে সাবরেজিস্ট্রার ভরণ বিশ্বাস
পরবর্তী নিবন্ধফারুকীকে উপদেষ্টা করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ