গাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকের বহরে লুটপাট

0
27

১৬ নভেম্বর ফিলিস্তিনিদের জন্য খাদ্য বহনকারী প্রায় ১০০টি ট্রাক সহিংসভাবে লুট করা হয়েছিল। গাজায় ক্ষুধায় মানুষ হাহাকার করছে। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ট্রাকগুলো ছিটমহলে প্রবেশ করলে এমন ঘটনা ঘটে। ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর একটি ছিল এটি।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডাব্লিউএ) ১৮ নভেম্বর, সোমবার এ কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য পরিবহনকারী ১০৯টি ট্রাকের মধ্যে ৯৮টিতে লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় কয়েকজন পরিবহনকারী আহত হন।
তবে কারা এই অতর্কিত হামলা চালিয়েছে, তা বিস্তারিত জানা যায়নি তবে প্রাতথমিক ভাবে ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে জাতিসংঘ ত্রাণ সংস্থা।

এমন ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় সাহায্য প্রবেশের চ্যালেঞ্জ তীব্র করে তুলেছে। গাজায় গুরুতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন আজ বিপন্ন।

এদিকে টিভি চ্যানেল আল-আকসা গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘সহায়তা ট্রাক লুট করার সঙ্গে জড়িত ২০ জনেরও বেশি গ্যাং সদস্য নিহত হয়েছে। উপজাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে হামাসের নিরাপত্তা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে।’

এতে আরো বলা হয়েছে, ‘কেউ যদি এই ধরনের লুটপাট করতে সহায়তা করে তাহলে তাকে কঠোরভাবে দমন করা হবে।
ডাব্লিউএফপি-এর একজন মুখপাত্র লুটপাটের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, নিরাপত্তা সমস্যার কারণে গাজার অনেক রুট বর্তমানে চলাচলের অনুপযোগী।’

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।

গতকাল এক বিবৃতিতে আইআরসি বলেছে, ‘আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Nearly 100 food aid trucks violently looted in Gaza, UN agencies say
– https://tinyurl.com/mv57brc8
2.Almost 100 Gaza food aid lorries violently looted, UN agency says
– https://tinyurl.com/rfs45zjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় প্রকাশ্যে দুই গুপ্তচরের উপর শরয়ী হদ কার্যকর করলো আশ-শাবাব
পরবর্তী নিবন্ধবেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেডের আক্রমন