বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেডের আক্রমন

0
47

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত লাহিয়া এবং রাফাহ শহরে সন্ত্রাসী ইসরায়েলি সৈন্যদের লক্ষ করে বেশ কয়েকটি আক্রমন চালিয়েছে এতে বেশকিছু সংখ্যক দখলদার সেনা নিহত এবং আহত হয়েছে। ১৮ নভেম্বর, সোমবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকেল।

একটি বিবৃতিতে, আল-কাসসাম বলেছে যে তাদের যোদ্ধারা ১৮ নভেম্বর, সোমবর বেইত লাহিয়ায় ১২ জন সৈন্যের ইসরায়েলি পদাতিক বাহিনীকে একটি অ্যান্টি-পারসনেল মিসাইল দিয়ে আক্রমন করেছে।

ব্রিগেডরা জানিয়েছে যে তাদের যোদ্ধারা বেইত লাহিয়ার আল-জাওয়ানি এলাকায় পাঁচজন ইসরায়েলি সৈন্যকে স্নাইপার দিয়ে আক্রমন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও যোদ্ধারা গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়া শহরের কেন্দ্রে ইসলামিক অ্যাসোসিয়েশন এলাকায় ইয়াসিন ১০৫ শেল দিয়ে একটি ইহুদিবাদী মেরকাভা ট্যাঙ্ককে আক্রমন করেছে।

এদিকে, আল-কুদস ব্রিগেড একটি বিবৃতিতে জানিয়েছে, তারা রাফাহ শহরের দক্ষিণে ফিলিস্তিন-মিশরীয় সীমান্তে অবস্থানরত ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশে গোলাবর্ষণ করেছে।

আল-কুদস ব্রিগেড বলেছে যে তারা ৬০-ক্যালিবার মর্টার শেল দিয়ে বেইত লাহিয়ার কেন্দ্রে ইসরায়েলি সামরিক যান এবং দখলদার সৈন্যদের উপর গোলাবর্ষণ করেছে।


তথ্যসূত্র:
1. From Beit Lahia to Rafah – Resistance Roundup – Day 409
– https://tinyurl.com/2s3fu3ct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকের বহরে লুটপাট
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বরোচিত হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত