ভারতের আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে ‘শ্রীভূমি’ করে ফেলল বিজেপি

0
45

ভারতে ইতিহাস থেকে মুসলিমদের নাম মুঝে ফেলতে দেশটির বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে আসছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এবার আসাম রাজ্যের করিমগঞ্জ বিভাগের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ‘শ্রীভূমি’ নামটি পছন্দ করত।

গত ১৯ নভেম্বর আসামের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম দেওয়া হয়েছে। কারণ ১০০ বছর আগে রবীন্দ্রনাথ করিমগঞ্জ জায়গাটির নাম শ্রীভূমি (মা লক্ষ্মীর ভূমি) হিসেবে অভিহিত করেছিল। আর তাই জায়গাটির নাম পরিবর্তন করা হয়েছে।

হেমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেছে, বাংলা অভিধানে করিমগঞ্জ নামক শব্দটি নেই। পাশাপাশি আসামের আরও বেশ কয়েকটি জায়গার নাম পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে এই নেতা।

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনামলে করিমগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত ছিল। পরে ১৯৪৭ সালে দেশভাগের সময় সিলেটের করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় ভেঙে আসাম রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

আসামের করিমগঞ্জ জেলায় প্রায় ৫৭.১৬ শতাংশ মুসলিম জনগণ বাস করেন। এই মুসলিম সম্প্রদায়কে নিয়ে বরাবরই বিজেপি মুসলিম বিদ্বেষী নানা বক্তব্য দিয়ে আসছে। রাজ্যের বিরোধী দল এবং মুসলিম নেতারা অভিযোগ করেছেন, করিমগঞ্জ নামের সঙ্গে ‘করিম’ যুক্ত থাকায় বিজেপি মুসলিম নামটি বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রীভূমি’ নামটি ব্যবহার করছে, যা একটি হিন্দু ঐতিহ্যের অংশ।

উল্লেখ্য যে, ভারতে এটি নতুন কিছু নয়। এর আগে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শহর, জেলা এবং বিভিন্ন গ্রামের নাম পাল্টানো হয়েছে। বিশেষত, মুসলিম নামের স্থানগুলোকে টার্গেট করা হয়েছে। যেমন- উত্তরপ্রদেশে এলাহাবাদের নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ রাখা হয়েছে। এবং রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ রাখা হয়েছে।


তথ্যসূত্র:
1. Karimganj now Sribhumi: Assam renames district to honour Tagore’s vision
– https://tinyurl.com/mscunnzb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ-লেবাননে দেড় মাসে সন্ত্রাসী ইসরায়েলের ১১৬০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধকিসমায়োতে শাবাবের অভিযানে অন্তত ৫ কেনিয়ান সেনা হতাহত