আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু

0
26

ভোলার লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত মো. তৈয়ব (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তৈয়বের মৃত্যু হয়।

এর আগে, উপজেলার দেবীরচর এলাকায় সাবেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল সুইচ ও বিএনপি নেতা সিরাজ হাওলাদার এবং ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকারের লোকজনের মধ্যকার সংঘর্ষে আহত হয় মো. তৈয়ব।

স্থানীয় সূত্রে গণমাধ্যম জানায়, নিহত তৈয়ব উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মাকসুদ উল্লাহর ছেলে।

নিহত তৈয়বের মা চানবরু বেগম গণমাধ্যমকে বলে, তার ছেলে তৈয়বকে পূর্ব শত্রুতার জেরে হারুন মেলকার ও ছেলে মনির মেলকার কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উপজেলার দেবীরচর বাজারের ইজারা ও দখল নিতে স্থানীয় বিএনপি’র সভাপতি শহিদুল্লা মেলকার ও সাবেক সাধারণ সম্পাদক কামাল সুইচ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার শুরু হয়। গত তিনমাসে অন্তত তিনবার সংঘর্ষে দুই গ্রুপের প্রায় ২৫ জন আহত হয়। সর্বশেষ ১৮ নভেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মারা যায় মো. তৈয়ব।


তথ্যসূত্রঃ
১. বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত যুবদল নেতার মৃত্যু
– https://tinyurl.com/3rt7a4vw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কাবুলে উদ্বোধন হল বখত কম্বল উৎপাদন কারখানার কার্যক্রম
পরবর্তী নিবন্ধবিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার