লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত

0
34

ইসরায়েলের বর্বর বিমান হামলায় লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ২৬ নভেম্বর, মঙ্গলবারের এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুত, বালবেক, বেন্ত জেবেইল, চাকরা, আল বাস্তা, বারবোরসহ আরও বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লেবাননের বালবেক এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেন্ট জেবিল জেলার চাকরা শহরে একটি বিমান হামলার ফলে ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছে। মধ্য বৈরুতের আল-বাস্তা এলাকার নোয়াইরিতে ইসরায়েলের বর্বর হামলায় অন্তত সাতজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

অন্য একটি হামলায় বৈরুতের বারবার এলাকায় তিনজন নিহত এবং ১০ জন আহত হওয়ার কথা জানাগেছে।

গত এক বছরের আগ্রাসনে লেবাননে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৫ শতাধিক।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, লেবাননে ইসরায়েলি হামলায় ৩,৭৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১৫,৭০০ আহত হয়েছেন। চলমান এই আগ্রাসনে এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


তথ্যসূত্র:
1. At least 22 people killed in Israeli airstrikes across Lebanon
– https://tinyurl.com/ry2shd5n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাবের পৃথক অভিযানে ২১ ক্রুসেডার সেনা হতাহত
পরবর্তী নিবন্ধভিডিও || চিন্ময়ের মুক্তির দাবিতে ১ জন অ্যাডভোকেটকে খুন করেছে ইসকন, মসজিদ ভাঙচুর