নারী অধিকার নিশ্চিতকরণে অর্জিত সাফল্য বিষয়ক প্রতিবেদন প্রকাশ করল ইমারতে ইসলামিয়া

0
129

সম্প্রতি নারী অধিকার সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতিবেদনটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের অর্জিত সাফল্য। এতে জানানো হয়েছে, বিগত ৩ বছরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রায় ২০ হাজার নারীর অধিকার নিশ্চিত করেছে ইমারতে ইসলামিয়ার এই মন্ত্রণালয়য়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানান, নারীদের উত্তরাধিকার, বিবাহ, যৌতুক ও অন্যান্য মৌলিক অধিকারকে কেন্দ্র করে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। সমস্যাগুলো উৎপত্তির অন্যতম কারণ হল অপসংস্কৃতির চর্চা, সামাজিক নানা কু-প্রথা ও এক শ্রেণির মানুষের স্বার্থান্বেষী মনোভাব। বিগত ৬ মাসে এই সংক্রান্ত ১ হাজারটি মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া অর্থের বিনিময়ে কিংবা অন্য কোন দুর্বলতার সুযোগে তাদেরকে জোরপূর্বক বিয়েতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এসেছে অপ্রাপ্তবয়স্ক নারীকে বয়স্ক পুরুষের সাথে জোরপূর্বক বিয়ে দেয়ার। বিগত ৩ বছরে এই ধরনের ৫ হাজারটি অভিযোগ সমাধান করেছে ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়য়। আর বিগত ৬ মাসে এরূপ ৫০০টি সমস্যা নিষ্পত্তি করেছে মন্ত্রণালয়টি।

নারীদের প্রতি প্রচলিত বৈষম্য দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকারের এই মন্ত্রণালয়। প্রচলিত বৈষম্যের মধ্যে রয়েছে নারী সমাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানসিক ও শারীরিক নির্যাতন, ইসলামের আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা ও সামাজিক কু-প্রথাগত কারণে তাদেরকে হেয় প্রতিপন্ন করা ইত্যাদি। বিগত ৬ মাসে এই ধরনের ১ হাজারটি অভিযোগ নথিভুক্ত ও সমাধান করা হয়েছে বলে জানান মুখপাত্র সাইফুল ইসলাম হাফিযাহুল্লাহ।

নারী অধিকার বিষয়ে তালেবান সরকারের বিরুদ্ধে বারংবার অপবাদ দিয়ে এসেছে পশ্চিমা প্রশাসন ও তাদের অনুগত শক্তিসমূহ। অথচ নারীর সমান অধিকারের আড়ালে তাদের সমাজেই নারীগণ নানা বঞ্চনার স্বীকার হয়ে চলেছে নিত্যদিন। অপরদিকে ইসলামি শরীয়াহ’র আলোকে নারীদের পূর্ণ অধিকার সমুন্নত করতে কাজ করে যাচ্ছে তালেবান প্রশাসন।


তথ্যসূত্র:
1. Ministry of Vice and Virtue Secures Fundamental Rights for 20,000 Women in Three Years
– https://tinyurl.com/3fnubmrf
2. 3 Years Summary of Progress in Combating Violence Against Women and Upholding Their Fundamental Rights
– https://tinyurl.com/hc4e9kd8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের গজনী প্রদেশে একটি বাঁধ ও রাস্তা প্রকল্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধআলেপ্পোয় মুজাহিদদের অগ্রগতি বাড়াতে ইদলিব সিটির সারাকিব উপকন্ঠে তীব্র লড়াই চলছে