সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো গতকাল থেকে রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকারি বাহিনীর বিরুদ্ধে রদ্দুল উদওয়ান নামে নতুন একটি অপারেশন শুরু করেছেন। প্রথমে অভিযানটি আলেপ্পোর পশ্চিমাঞ্চলে শুরু হলেও আজ সকাল থেকে অভিযাটি আলেপ্পোর উত্তর এবং ইদলিব সিটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইদলিবের দক্ষিণ অঞ্চলে বেসামরিকদের উপর রুশ ও আসাদ বাহিনীর হামলা বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই অভিযানটি শুরু করেছেন মুজাহিদিনরা।
স্থানীয় সূত্রগুলো জানায়, মুজাহিদিনরা নতুন এই অপারেশন শুর পর থেকে আজ ২৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আলেপ্পো সিটির পশ্চিমাঞ্চলের ২৪৫ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন। মুজাহিদিন কর্তৃক বিজিত এই এলাকার মধ্যে রয়েছে ৩২টি গ্রাম, আসাদ রেজিমেন্ট-46 ঘাঁটি এবং ৬টি কৌশলগত পয়েন্ট। কৌশলগত পয়েন্টের মধ্যে রয়েছে দামেস্ক টু আলেপ্পো M5 মহাসড়ক, যা আসাদ বাহিনীর সরবরাহের প্রধান মাধ্যম। বর্তমানে আলেপ্পো সিটির কেন্দ্র থেকে মুজাহিদিনরা মাত্র ১.৯ কিলোমিটার দূরে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আছেন।
অপারেশন রুমের সামরিক কমান্ডারের দেওয়া বিবৃতি অনুযায়ী, এ পর্যন্ত আসাদ বাহিনীর কাছ থেকে মুক্ত করা বসতিগুলি এক লাখেরও বেশি বাস্তুচ্যুত সিরিয়ানদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করবে। সেই সাথে উত্তর-পশ্চিম সিরিয়ার মানবিক সংকট কিছুটা কমিয়ে আনবে।
এদিকে আলেপ্পোর দিকে মুজাহিদদের অগ্রগতি আরও ফলপ্রসু করতে ইদলিব সিটির পূর্বাঞ্চলেও হামলা জোরদার করেছেন মুজাহিদিনরা। বিশেষ করে ইদলিবের M5 মহাসড়ক সংলগ্ন এলাকাগুলোতে মুজাহিদিনরা এই অভিযান তীব্র করেছেন। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ শহর সারাকিব শত্রু মুক্ত করতে আজ দুপুরের পর থেকে শত্রু অবস্থানগুলো লক্ষ্য করে ভারী আক্রমণ শুরু করেন মুজাহিদিনরা।
আজ সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত, মুজাহিদিনরা ইদলিব সিটির পূর্বাঞ্চলে শত্রু বাহিনী থেকে ৩২.১ কিলিমিটারেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন। নিয়ন্ত্রিত এলাকার মধ্যে রয়েছে ত্রানবা, জাববাস, দাদিখ এবং কাফর বাতিহ গ্রাম। আর গুরুত্বপূর্ণ শহর সারাকিব নিয়ন্ত্রণ নিতে শহরের উপকন্ঠে নুসাইরি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সেই সাথে আলেপ্পোর সাথে দামেস্ককে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ এম-৫ হাইওয়েটি মুজাহিদিনরা নিয়ন্ত্রণে নিয়েছেন।
উল্লেখ্য যে, এম-৫ (M5) হাইওয়েটি এই অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ মহাসড়ক। হাইওয়েটি সিরিয়ার রাজধানী দামেস্ক, হোমস, হামা এবং আলেপ্পো সহ প্রধান শহরগুলিকে তার সাথে সংযুক্ত করেছে। বর্তমানে ইদলিব ও আলেপ্পোর ৪টি এলাকা বিজয়ের মধ্য দিয়ে হাইওয়ের উপর নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।