হিন্দুত্ববাদীদের চোখ ঐতিহাসিক সব স্থাপনায়; এবার নিশানায় আজমীর শরিফ

0
111

উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো। এর আগে জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী। তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা। এজন্য তাজমহল ভেঙে নিচে কী আছে দেখার দাবি করেছে। এসব দাবি এখনো পুরনো হয়নি। এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরিফের নিচে মন্দির আছে- এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’।

গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর ভারতের পক্ষপাতদুষ্ট হিন্দুত্ববাদী আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ২৭ নভেম্বর, বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে। উত্তরপ্রদেশের সম্ভালের জামে মসজিদ বিতর্কের পরপরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করল আদালত। এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছে আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল। সে দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দেয়।

রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ-দেশান্তর থেকে বহু মানুষ এখানে আসেন। সেই আজমির শরিফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে। মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৫ ডিসেম্বর।

হিন্দু সেনার পক্ষ থেকে বিষ্ণু গুপ্তা দাবি করেছে, আমাদের দাবি হলো আজমির শরিফকে ‘সংকট মোচন মহাদেব’ মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে।’

দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে। দরগা কমিটি বলছে, এই ধরনের পিটিশন ও আদালতের এমন সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। আদালত আজ তিনটি পক্ষকেই নোটিশ পাঠিয়েছে। আমরা কী করতে পারি দেখব। কাশী ও মথুরার প্রাচীন মসজিদগুলিকে লক্ষ্য করেও এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা মোটেই ভালো হচ্ছে না।

কয়েকদিন আগেই ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের শাহী জামে মসজিদে ‘সমীক্ষা’ চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হন। তারও আগে উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর দাবির মুখে উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদের একাংশে পূজার অনুমতি দেয় আদালত। মূলত ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করার পর থেকে এই ভয়াবহ প্রবণতা ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে।


তথ্যসূত্র:
1. Petition claims temple beneath Ajmer Sharif; court notice to ..
– https://tinyurl.com/ye243fsc
2. Petition Claims Temple Under Ajmer Dargah, Court Issues Notice
– https://tinyurl.com/yxdrhu78

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে শরিয়াহ আইন অনুযায়ী ‘হদ্দে কযফ’ শাস্তি কার্যকর
পরবর্তী নিবন্ধইসরায়েলি বোমাবর্ষণে একই পরিবারের ৯ ফিলিস্তিনি নিহত