ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড, উত্তর গাজায় ইসরায়েলি দখলদার সৈন্যদের বেশ কয়েকটি অবস্থান এবং তাদের যানবাহনে মর্টার শেল ব্যবহার করে হামলা চালিয়েছে।
এদিকে, ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (ডিএফএলপি) এর সামরিক শাখা শহীদ ওমর আল-কাসেম বাহিনী ঘোষণা করেছে যে তারা ২৭ নভেম্বর, বুধবার সকালে দক্ষিণ গাজার রাফাহ-এর পূর্বে আল-জেনিনা পাড়ায় পরিচালিত একটি অভিযানে ইসরায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে একটি সফল অ্যাম্বুশ সম্পন্ন করেছে।
প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত করেছে যে উক্ত বিস্ফোরণে সাঁজোয়া যানের ভেতরে থাকা ক্রুদের মধ্যে নিসশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বীরদর্পে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত বাড়ছে দখলদার বাহিনীর মৃতের সংখ্যা। এরই ধারাবাহিকতায় উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে দখলদার বাহিনী।
তথ্যসূত্র:
1. Palestinian Resistance targets IOF positions in besieged northern Gaza
– https://tinyurl.com/4dt7j93w