মোগাদিশুতে আশ-শাবাবের অভিযানে ৫ কমান্ডার সহ ৬২ শত্রু সেনা হতাহত

3
254

পূর্ব আফ্রিকা ভিত্তিক আল-কায়েদা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন গত বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এতে শত্রু বাহিনীর অন্তত ২৩ সৈন্য নিহত এবং ৪১ সৈন্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা যায়, শাবাব মুজাহিদিনরা গত ২৭ নভেম্বর বুধবার, প্রথম অভিযানটি পরিচালনা করেন রাজধানীর ত্রেদেশী এলাকায়। অভিযানটি মোগাদিশু সরকারের গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্যবস্তু করে আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। এতে সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে যায়, ফলশ্রুতিতে শত্রু বাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ৮ সদস্য আহত হয়।

হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা এদিন তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন রাজধানীর উত্তরে হাওদালী শহরের আল-ওয়াকিয়াহ এলাকায়। অভিযানটি মোগাদিশু সেনাবাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। আশ-শাবাব জানায়, সামরিক এই অবস্থান থেকে শত্রু বাহিনী কিছুদিন ধরেই মুজাহিদদের নিয়ন্ত্রিত হাওদালী শহরের উপকণ্ঠে হামলার চেষ্টা করছিল। ফলে মুজাহিদিনরা শত্রুর এমন প্রচেষ্টার প্রতিক্রিয়া জানাতে সামরিক অবস্থানটিতে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালান।

ফলশ্রুতিতে শত্রু বাহিনীর ৩য় ব্রিগেডের ২৩তম ব্যাটালিয়নের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুর গোদার সহ অন্তত ১৫ সৈন্য নিহত হয়। এসময় উচ্চ পদমর্যাদার ৪ কর্মকর্তাসহ অন্তত ৩৩ সৈন্য আহত হয়। এছাড়াও মুজাহিদিনরা শত্রু অবস্থান থেকে অসংখ্য অস্ত্র, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন গোলাবারুদ গনিমত লাভ করেন।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সীমান্তে উগ্রবাদী ইস্কন সদস্যদের বাধায় তিনদিন যাবৎ আমদানী রফতানি বন্ধ
পরবর্তী নিবন্ধকলকাতায় উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার