গত ২৯ নভেম্বর দীর্ঘ ৮ বছর পর সিরিয়ার আলেপ্পো শহরে প্রকম্পিত হয় তাকবিরে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। সিরিয়ান ইসলামি প্রতিরোধ যোদ্ধারা এদিন শহরটি বিজয় করে নেয়। মুজাহিদিনরা মাত্র ৩ দিনের অভূতপূর্ব অভিযানের মাধ্যমে শহরটিতে প্রবেশ করে। যা ইতিপূর্বে রাশিয়া-ইরান ও আসাদ জোট সুন্নি মুসলিমদের থেকে দখল করে নিয়েছিল।
সিরিয়ার মুজাহিদিনদের এই বিজয়কে মুসলিমদের বিজয় উল্লেখ করে এ দিন আফগানিস্তানের কাবুলে আনন্দ উৎযাপন করেছে আফগান জনগণ।
স্থানীয়দের বরাতে জানা যায়, আলেপ্পো শহর বিজয়ের দিন আফগান জনগন আতশবাজি ফাটিয়ে বিজয় উৎযাপন করেছে। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে।
তথ্যসূত্র:
1. Kabul celebrated the liberation of Aleppo
– https://tinyurl.com/5su85zxt