দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের নিচে মন্দিরের দাবী করেছে ভারতের উগ্রবাদী সংগঠন হিন্দু সেনার নেতা বিষ্ণু সেন গুপ্ত। দিল্লির জামে মসজিদে জরিপ পরিচালনা করার জন্য ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ (এএসআই) এর নিকট চিঠি লিখেছে সে। গত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ হয়।
ওই চিঠিতে সে দাবী করে, ভারতের উদয়পুর এবং যোধপুর এলাকার শত শত মসজিদ ভেঙে তার উপর সম্রাট আওরাঙ্গজেব ওই মসজিদ নির্মাণ করেছেন। সে আরও দাবী করে ওই সকল মন্দির এবং মূর্তির বাকী অংশ মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে।
হিন্দুদের মনে আঘাত দেওয়ার জন্যই সম্রাট এই পদক্ষেপ নিয়েছিলেন বলে সে ভিত্তিহীন দাবী করে। দিল্লির জামা মসজিদের সিঁড়ির নীচে শত শত মন্দির এবং মূর্তি পুতে রাখা হয়েছে। এই সকল মূর্তিগুলো উদ্ধার করে মন্দিরে সংরক্ষণ করা উচিৎ বলে সে আরও দাবী করে করে।
উগ্রবাদী ওই হিন্দু নেতা আরও উল্লেখ করে, ‘মসজিদের নিচে মন্দির আছে কি না নির্ধারণ করতে (এএস আইকে) অবশ্যই জরিপ পরিচালনা করতে হবে।’
উল্লেখ্য, দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মুঘল আমলে ১৬৫৬ সালে সম্রাট শাহজাহান মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এটি পরিচালনা করছে।
উগ্রবাদী হিন্দু নেতার লেখা ওই চিঠির জবাবে এখনো কিছু জানায়নি ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ।
উগ্রবাদী হিন্দুদের ভারতে এই ঘটনা নতুন কিছু নয় সাম্প্রতি ভারতের উত্তর প্রদেশের শাহী জামে মসজিদ ও আজমীর শরীফের পর উগ্র হিন্দুরা মুসলিমদের অন্যতম বৃহত্তম নিদর্শন দিল্লির জামে মসজিদকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
আরো জানতে পড়ুন:
হিন্দুত্ববাদীদের চোখ ঐতিহাসিক সব স্থাপনায়; এবার নিশানায় আজমীর শরিফ
উত্তর প্রদেশে ৫০ বছরের পুরোনো মসজিদ ভেঙে ফেলতে আদালতের রায়
তথ্যসূত্রঃ
1. Hindu Sena Seeks Survey of Delhi’s Jama Masjid, Claims Temple Remains Beneath Mosque
– https://tinyurl.com/3fmbr6fy