সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মুজাহিদদের অভিযানে মেয়র সহ অন্তত ১১ শত্রু সেনা হতাহত

0
268

বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কায়েদার পূর্ব আফ্রিকা ভিত্তিক সামরিক শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। দলটির মুজাহিদিনরা সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে ৩টি পৃথক হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ৪ ডিসেম্বর, রাজধানী মোগাদিশুর আফগোই শহরের উপকণ্ঠে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। আক্রমণটি শহরের হান্তাদির এলাকায় মোগাদিশু বাহিনী একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। সামরিক ঘাঁটিতে শাবাব যোদ্ধাদের ব্যাপক আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ৬ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। এসময় শত্রু বাহিনীর একটি গাড়িও ধ্বংস হয়, আর মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন বিপুল সংখ্যক বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

মুজাহিদিনরা এদিন রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে আইলশা শহরেও একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি মোগাদিশু বাহিনীর সদস্যদের জড়ো হওয়ার স্থানে বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। মুজাহিদদের এই বোমা হামলায় মোগাদিশু বাহিনী ১ সদস্য নিহত এবং ৩ সদস্য আহত হয়।

এদিন রাজধানী মোগাদিশুর দারুস-সালাম জেলার ডেপুটি মেয়র জুরি মোহাম্মদ হিরসিকে টার্গেট করেও একটি গেরিলা আক্রমণ চালান মুজাহিদিনরা। অভিযানটি রাজধানীর হারওয়াত এলাকায় হারসীর গাড়ি লক্ষ্য করে চালানো হলে সে গুরুতর আহত হয়। এসময় হারসিকে তার দেহরক্ষীরা নিয়ে পালিয়ে যায়, আর মুজাহিদিনরা তার গাড়িটি জব্দ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের আসামে গরুর মাংস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করলো বিজেপি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের ফারাহ প্রদেশে নতুন ১টি খাদ্য ও পানীয় উৎপাদন কোম্পানির যাত্রা