আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আবিয়ানে আরব আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে তাদের সামরিক অপারেশন অব্যাহত রেখেছেন।
সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা চলতি ডিসেম্বর মাসের ৩, ৬ ও ৯ তারিখ, আবিয়ানে ১টি আইইডি বিস্ফোরণ ও ৩টি স্নাইপার হামলা চালিয়েছেন। মুজাহিদিনরা তাদের ৩টি থার্মাল স্নাইপার হামলা চালিয়েছেন আবিয়ান রাজ্যের মুদিয়া জেলার আল-বাকিরা এবং আল-সারার এলাকায়। এতে আরব আমিরাত সমর্থিত দক্ষিণী মিলিশিয়া বাহিনীর ২য় ডিভিশনের ব্রিগেডিয়ার অফিসার সালেহ আহমেদ আল-জুনাইদি গুরুতর আহত হয়, সেই সাথে ২ মিলিশিয়া সদস্য নিহত হয়।
অপরদিকে মুজাহিদিনরা তাদের বিস্ফোরক ডিভাইসের (আইইডি) বিস্ফোরণটি ঘটান মুদিয়া জেলার পূর্বে উরমা এলাকায়। বিস্ফোরণটি মিলিশিয়া বাহিনীর সদস্যদের বহনকারী একটি সাঁজোয়া যানকে টার্গেট করে ঘটানো হয়। ফলশ্রুতিতে সাঁজোয়া যানটি ধ্বংস হয় এবং আরোহী ৫ মিলিশিয়া সদস্য হতাহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/36btupdk