ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে মুজাহিদদের চালানো এক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত ও ১২ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, গত ৯ ডিসেম্বর সোমবার, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়াতে মুজাহিদদের সাথে এক সংঘর্ষে ৩ জায়োনিস্ট সেনা নিহত এবং আরও সেনা আহত হয়েছে। তবে আহত ১২ জায়োনিস্টের মধ্যে ২ সেনার অবস্থা গুরুতর।
সূত্রমতে, এদিন সকালে জায়োনিস্ট সৈন্যরা যখন একটি কর্মীবাহী সাঁজোয়া যানে চড়ছিল, তখন এই হামলাটি চালানো হয়। মুজাহিদিনরা সামরিক যানটিকে প্রথমে রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেন, এরপর পরই ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে গুলি চালান মুজাহিদিনরা।
জাবালিয়ায় মুজাহিদদের পরিচালিত এই হামলায় জায়োনিস্ট বাহিনীতে হতাহতের ঘটনা ছাড়াও ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। ফলে ঘটনাস্থল থেকে দ্রুত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য যে, গাজায় মুজাহিদদের হামলায় জায়োনিস্ট বাহিনীর প্রকৃত ক্ষতির পরিমাণ শুরু থেকেই গোপন করে আসছে সন্ত্রাসী ইসরায়েল।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3wbm3m2t