আফগান জিহাদের প্রথম সারির নেতা খলিলুর রহমান হাক্কানি শহীদ হয়েছেন

1
567

ইমারতে ইসলামিয়া সরকারের শরণার্থী ও প্রত্যাবসন বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান রহমান হাক্কানি আজ ১১ই ডিসেম্বর, বুধবার বাদ যোহর শাহাদাত বরণ করেছেন (ইনশাআল্লাহ্‌)।

তিনি আফগান জিহাদের একজন প্রথম সারির নেতা ছিলেন। সোভিয়েত বিরোধী জিহাদে একজন সক্রিয় যোদ্ধা ছিলেন, আবার আমেরিকার আগ্রাসন বিরোধী জিহাদেও ছিলেন প্রথম সারিতে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, অদ্য ১১ই ডিসেম্বর কাবুলের নিজ অফিসের নিকটে অবস্থিত মসজিদে তিনি মাগরিবের সালাত আদায় করেছেন। বাদ মাগরিব মসজিদ থেকে বের হলে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে সন্ত্রাসীরা তাকে শহীদ করে দেয়। তার মৃত্যুতে মুসলিম উম্মাহর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3xmpst7t

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কুখ্যাত আসাদ সরকারের নৃশংসতার এক জ্বলন্ত দলিল সিরিয়ার সিদনায়া কারাগার
পরবর্তী নিবন্ধএবার সিরিয়ার নৌ-সক্ষমতাকে নিশানা বানিয়েছে সন্ত্রাসী ইসরায়েল; ধ্বংস করা হয় ৬টি যুদ্ধ জাহাজ