বুরকিনা ফাসোতে শত্রু বাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার ৮ অভিযান

0
158

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা, বুরকিনা ফাসোতে তাদের সামরিক অপারেশন অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা গত ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে অন্তত ৮টি পৃথক অভিযান পরিচালনা করছেন।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, মুজাহিদিনরা তাদের বীরত্বপূর্ণ এসকল অভিযানগুলো বুরকিনা ফাসোর বানফোরা, ডুরি, ফাদাঙ্গুরমা, দেদুগু এবং কায়া রাজ্যে পরিচালনা করছেন। এরমধ্যে কায়া রাজ্যের ইজডো এবং কান এলাকায় মুজাহিদিনরা সংক্ষিপ্ত লড়াইয়ের মাধ্যমে জান্তা বাহিনী থেকে ২টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

এসময় বানফোরা রাজ্যের জিবু এবং কাতবলা এলাকায় জান্তা বাহিনীর ২টি টহল দলকে হামলার লক্ষ্যবস্তু বানান মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর কতক সদস্য হতাহত হওয়া ছাড়াও বস্তুগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সাথে মুজাহিদিনরা বেশ কিছু অস্ত্র গনিমত লাভ করেন।

একইভাবে দেদুগু রাজ্যের দাবরা এবং নামাসা এলাকায় জান্তা বাহিনীর আরও ২টি টহল দলকে হামলার সফল লক্ষ্যবন্তুতে পরিণত করেন মুজাহিদিনরা। এতে কতক শত্রু সৈন্য হতাহত হয়।

অপরদিকে ফাদাঙ্গুরমা রাজ্যের কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে একটি গেরিলা আক্রমণ চালিয়ে এক সৈন্যকে হত্যা করেন মুজাহিদিনরা। আর ডুরি রাজ্যে জুড়ো হওয়ার চেষ্টাকালে আইএস সন্ত্রাসীদের একটি দলকেও নিষ্ক্রিয় করতে সক্ষম হন মুজাহিদিনরা।

জেএনআইএম মুজাহিদিনরা এসকল বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে অনেক শত্রু সৈন্যকে নিষ্ক্রিয় করার পাশাপাশি, শত্রু বাহিনী থেকে অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে আল-কায়েদার “সাহামুল হক” অপারেশনে অন্তত ৬১৩ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধপ্রথম আলো-ডেইলি স্টার মালিকের ভয়াবহ জালিয়াতি, দখলে নেয় ৩০ হাজার কোটির সম্পত্তি