আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়া ও কেনিয়ায় ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে ৪টি সামরিক অপারেশন পরিচালনা করছেন। এতে কেনিয়া ও ইথিওপিয়ার ১১ সৈন্য হতাহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২৬ ডিসেম্বর, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা রাজ্যে একটি অতর্কিত সফল অভিযান পরিচালনা করছেন। অতর্কিত আক্রমণটি উক্ত রাজ্যের ফাফি জেলায় কেনিয়ান সামরিক বাহিনীর একটি যৌথ টহলরত দলকে টার্গেট করে চালানো হয়েছে। ফলশ্রুতিতে কেনিয়ার ক্রুসেডার বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়াদের অন্তত ৫ সৈন্য হতাহত হয়।
এদিন দক্ষিণ সোমালিয়ার বে এবং শাবেলি রাজ্যেও ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে ২টি অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। প্রথম অভিযানটি চালানো হয় বে রাজ্যের বুরহাকবা শহরে ইথিওপিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে। মুজাহিদিনরা অন্য অভিযানটি পরিচালনা করেন শাবেলি রাজ্যেও ৬০km এলাকায়, যা দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে মুজাহিদদের ২টি অভিযানে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে এবং প্রচুর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে গত ২৭ ডিসেম্বর, শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার দক্ষিণ-পশ্চিম বাকুল রাজ্যের ওয়াজিদ শহরে একটি সামরিক অভিযান চালান। অভিযানটি ওয়াজিদ শহরের বিমানবন্দরের রাস্তায় দখলদার ইথিওপিয়ান বাহিনীর একটি টহল দলকে টার্গেট করে চালানো হয়। ফলশ্রুতিতে দখলদার ইথিওপিয়ান বাহিনীর ২ সৈন্য নিহত এবং ৪ জন আহত হয়।