সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।
২৯ ডিসেম্বর, রবিবার দামেস্কের উপকণ্ঠে এ হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর উত্তর-পূর্বে শিল্প শহর আদ্রার কাছে হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
২০১১ সালে দেশটির অভ্যুত্থান-গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল, খুব কমই এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে।
এর মধ্যদিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। অত্যাচারী একনায়কের পতনকে উদযাপন করছেন সিরীয় জনগণ। এরইমধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকারের হাতে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে- এমনটাই প্রত্যাশা সিরীয়দের।
কিন্তু সন্ত্রাসী ইসরায়েল সেই সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli airstrike kills 11 in Syria as attack on Gaza hospital kills 7
– https://tinyurl.com/mr5zzcfa
2. Israeli airstrike on Syria kills 11 people, war monitor reports
– https://tinyurl.com/ydnpr97h