ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছেন। গাজা থেকে মুজাহিদিনরা এখনো ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে । ২৯ ডিসেম্বর, রবিবার সেদরত শহর লক্ষ্য করে আল কাসসামের যোদ্ধারা সন্ত্রাসী ইসরায়েলকে অন্তত ৫টি রকেট ছুঁড়েছেন ।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে মুজাহিদিনদের হাতে এক জায়োনিস্ট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৩০ ডিসেম্বর, সোমবার দখলদার ইসরায়েল আর্মি রেডিওয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত ওই জায়োনিস্ট সেনার নাম সার্জেন্ট যুবাল সোহম। সে বুরুজ ট্যাংকের আঘাতে নিহত হয়েছে।
এদিকে, রবিবার সন্ত্রাসী ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে, গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৪০ জন জায়োনিস্ট সেনা নিহত হয়েছে।
এ সময় ইহুদিবাদী ইসরায়েলের ৫,৫৪১ জন সেনা আহত হয়েছে। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভেতরে অভিযোগ উঠেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এরমধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র:
1. 40 Israeli soldiers killed since the start of operations in northern Gaza
– https://tinyurl.com/mvfws2cj
2.Israeli Soldier Killed in North Gaza’s Jabalya, IDF Announces
– https://tinyurl.com/j38fhwjd