গত ৩০ ডিসেম্বর (সোমবার) ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ এলাকায় গরু জবাইয়ের অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নিহত মুসলিম ব্যক্তির নাম শাহেদিন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পরিবর্তে নিহত ব্যক্তির বিরুদ্ধেই গো হত্যার হামলা দায়ের করেছে ভারতীয় হিন্দুত্ববাদী পুলিশ।
ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছ, ঐদিন সন্ধ্যায় স্থানীয় হিন্দুত্ববাদীরা কয়েকজন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে গরু জবাইয়ের অভিযোগ তুলে এবং তারা শাহেদিন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় শাহেদিনের সঙ্গে থাকা অন্য যুবকরা পালিয়ে বাঁচে বলে খবরে বলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির বিরুদ্ধেই গো হত্যা নামে একটি মামলা দায়ের করেছে। তবে শাহেদিনের ভাইও থানায় হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্ত হিন্দুত্ববাদীদের বাঁচাতে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা মামলা হিসেবে এফআইআর গ্রহণ করেছে।
তথ্যসূত্র:
1. Muslim Man Beaten to Death in UP’s Moradabad Over Cow Slaughter Allegations
– https://tinyurl.com/tm5x3uuc
2. ভিডিও লিংক- https://tinyurl.com/42ak93rp