
আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ায় দখলদার বাহিনীর পাশাপাশি স্থানীয় বাহিনীর উপর সামরিক অপারেশন অব্যাহত রয়েছে। এতে অনেক শত্রু সৈন্য হতাহত হচ্ছে।
সেই ধারাবাহিকতায় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২৯ ডিসেম্বর রবিবার, কেন্দ্রীয় সোমালিয়ার জালাজদুদ রাজ্যের আইলদির শহরের উপকণ্ঠে একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন। আশ-শাবাব মুজাহিদিনরা অপারেশনটি শহরে মিলিশিয়া বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে মোগাদিশু সরকারী মিলিশিয়াদের দুই সদস্য নিহত, তৃতীয়জন আহত হয়। এসময় মুজাহিদিনরা মিলিশিয়াদের অস্ত্রগুলো জব্দ করেন।
এদিন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের দিনসুর শহরে ইথিওপিয়ান বাহিনী এবং কানসাহদিরী শহরে মোগাদিশু বাহিনীর উপর ২টি হামলা চালান মুজাহিদিনরা। অভিযানগুলো শত্রু বাহিনীর ২টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়।
এদিকে কেন্দ্রীয় সোমালিয়ার হিরান রাজ্যে এদিন আরও একটি আক্রমণ পরিচালনা করছেন মুজাহিদিনরা। অপারেশনটি বালদাউইন শহরে অবস্থিত মোগাদিশু বাহিনীর কেন্দ্রীয় কারাগার লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে চালানো হয়। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর অনেক কারারক্ষী নিহত ও আহত হয়।
এমনিভাবে গত ৩০ ডিসেম্বর সোমবার, বে রাজ্যের বাইদোয়া শহরে এবং জিজু রাজ্যের বালাদ_হাওয়া শহরে ২টি পৃথক অপারেশন চালান শাবাব মুজাহিদিনরা। অভিযানগুলো মোগাদিশু দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর বেশ কিছু সৈন্য হতাহত হয়।
তথ্যসূত্র: শাহাদাহ এজেন্সি