আওয়ামী লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

0
74

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গরুর মালিক হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামকে সাথে নিয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর ভাইয়ের গোয়ালঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় জনতাও উপস্থিত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার ভোররাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। সেই গরু আওয়ামী লীগ নেতা গিয়াসের ছোট ভাই জসীম উদ্দিনের গোয়ালঘরে রয়েছে, এমন তথ্য পাওয়ার পর পুলিশকে জানানো হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ জসীমের গোয়াল ঘরে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু এবং দুটি বাছুর উদ্ধার করে।


তথ্যসূত্র:
১. চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
– https://tinyurl.com/2th6x9h4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন
পরবর্তী নিবন্ধসুইজারল্যান্ডে হিজাব পরলে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা