
ছাত্রদের গঠিত নতুন দলে পদ পেল এক প্রকাশ্য সমকামী প্রচারক ও সমর্থক। গত শুক্রবার (২৮ ফেব্রয়ারি) ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে ছাত্রদের নতুন এই দলের আত্মপ্রকাশ করে রাজধানীর মানিক এভিনিউয়ে।
নতুন দলের উদ্বোধন অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা সহ ১৫১ জনের নামের তালিকা প্রকাশ করে ‘জাতীয় নাগরিক’ কমিটি। এই দলে যুগ্ম সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছে দেশের প্রকাশ্য বিকৃত সমকামী প্রচারক ও সমর্থক মুন্তাসির রহমান।
শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে মুন্তাসির।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর নতুন দল গঠনের পর সমকামীদের জায়গা দেওয়া তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যেগাযোগ মাধ্যমে। এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
অনেকেই বলছেন, গঠিত নতুন দলে সমকামী সমর্থক ও প্রচারককে স্থান দেওয়া স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের রক্তের সাথে গাদ্দারি ও বেইমানি।
তারা আরও বলছেন, ছাত্র-জনতার লাখ লাখ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল যালিমের বিরুদ্ধে ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে। কিন্তু ছয় মাস অতিবাহিত না হতেই গঠিত নতুন দলে সমকামিতার প্রচারক ও সমর্থককে জায়গা দেওয়া মুসলিম জাতির সাথে বেইমানি।
তথ্যসূত্র:
১.https://tinyurl.com/esmmnkx5
২.https://tinyurl.com/y4nxbw2j