শাবাব কর্তৃক মধ্য শাবেলির প্রাদেশিক রাজধানী অবরোধ: তীব্র লড়াইয়র মধ্য দিয়ে দুটি শহর বিজয়

0
71

আল-কায়েদা পূর্ব আফ্রিকা ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন “হারাকাতুশ শাবাব” প্রশাসনের সাথে যুক্ত মুজাহিদিনরা, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তরে অবস্থিত জোহর শহর ঘেরাও করেছেন বলে জানা গেছে।

জোহর শহরটি মধ্য শাবেলি রাজ্যের কেন্দ্রীয় রাজধানী এবং মোগাদিশু সরকারের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র। হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ১লা মার্চ শনিবার ভোর থেকে প্রাদেশিক রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করেন এবং দুপুর নাগাদ মুজাহিদিনরা রাজধানীকে ঘেরাও করেন।

দেশটির মোগাদিশু সরকারপন্থী সাংবাদিক আলী আদান মুমিন শনিবার ভোরে তার ফেসবুক পেজে রিপোর্ট করেছে যে, কয়েক ডজন সামরিক যানবাহন নিয়ে আশ-শাবাব যোদ্ধারা জোহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত ওয়ার-আইস শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন। মুমিন আরও উল্লেখ করেছে যে, শাবাব যোদ্ধারা মধ্য শাবেল অঞ্চলের বিয়ো-অ্যাডে এবং রাগেইল শহরের মধ্যে সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিয়েছেন, যা এই অঞ্চলে শাবাবের নিয়ন্ত্রণকে আরও সুদৃঢ় করেছে।

মুমিনের প্রতিবেদনের কয়েক ঘন্টা পরে, আশ-শাবাব প্রশাসন নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা এই অঞ্চলের একটি কৌশলগত শহর বিয়ো-আদ্দে শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন। শনিবার সকালে মোগাদিশু সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়াদের সাথে তীব্র সংঘর্ষের পর শাবাব মুজাহিদিনের এই অগ্রযাত্রা শুরু হয়েছে।

সূত্রমতে, মধ্য শাবেলি প্রশাসনের প্রেসিডেন্ট আলি গুডলাওয়ে রাজধানী জোহর থেকে পালিয়ে আলি গুদুদ এলাকায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছে।

উল্লেখ্য যে, আশ-শাবাব মুজাহিদিন মধ্য শাবেলি এবং হিরান অঞ্চলে সম্প্রতি একাধিক সমন্বিত ও বহুমুখী আক্রমণ শুরু করার কয়েকদিন পরেই এই অগ্রগতি বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে আশ-শাবাব মুজাহিদিন এক ডজনেরও বেশি শহর ও এলাকা মোগাদিশু বাহিনী থেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন। মুজাহিদদের সাম্প্রতিক এই সাফল্য এখন প্রাদেশিক রাজধানীগুলোকে ঘ্রাস করতে শুরু করেছে, যা পশ্চিমা ও আন্তর্জাতিক জোট বাহিনী দ্বারা সমর্থিত মোগাদিশু সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/32y7ckme

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার বিভিন্ন রাজ্যে মুজাহিদদের তীব্র লড়াই অব্যাহত: অর্ধশতাধিক শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের অভিযানে খারেজী গোষ্ঠী আইএসের ৫ সদস্য নিহত