বুরকিনায় মুজাহিদদের অভিযানে খারেজী গোষ্ঠী আইএসের ৫ সদস্য নিহত

0
38

বুরকিনা ফাসোতে আল-কায়েদার স্থানীয় সামরিক শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের পৃথক অভিযানে ৫ আইএসের ৫ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল-মুসলিমিনের (জেএনআইএম) সম্প্রচার মাধ্যম আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, মুজাহিদিনরা গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারী, বুরকিনা ফাসোর ওয়াদালা প্রদেশের ঘাইর মাকউই এলাকায় ২টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। অভিযান দুটি উক্ত অঞ্চলে ফেতনা সৃষ্টিকারী খারেজী গোষ্ঠী আইএসআইএস সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে।

ফলশ্রুতিতে ২৪ ফেব্রুয়ারীর অভিযানে ১ আইএস সদস্য নিহত হয় এবং ২৫ ফেব্রুয়ারীর অভিযানে আরও ৪ আইএস সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা নিহত খারেজিদের কাছ থেকে একটি পিকা (সাবমেশিনগান), দুটি কালাশনিকভ এবং দুটি মোটরসাইকেলও জব্দ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাব কর্তৃক মধ্য শাবেলির প্রাদেশিক রাজধানী অবরোধ: তীব্র লড়াইয়র মধ্য দিয়ে দুটি শহর বিজয়
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহার প্রদেশে নতুন ১০টি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র চালু