আফগানিস্তানের নানগারহার প্রদেশে নতুন ১০টি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র চালু

0
23

আফগানিস্তানের নানগারহার প্রদেশের ৬টি জেলায় নতুন ১০টি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র চালুর ঘোষণা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য বিভাগ। একটি বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতায় এগুলো নির্মিত হয়েছে। এতে বিনিয়োগ করা হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার।

জনস্বাস্থ্য বিভাগের প্রাদেশিক পরিচালক মৌলভী আমিনুল্লাহ শরীফ হাফিযাহুল্লাহ জানান, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৪৬ হাজার ডলার। একটি কেন্দ্রে বছরে প্রায় ২০ হাজার ৭৫০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তালিবান স্বাস্থ্যসেবা উপমন্ত্রী মৌলভী আবদুল ওয়ালি হাক্কানি হাফিযাহুল্লাহ এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর গুরুত্ব সম্পর্কে জানা, কেন্দ্রগুলো উক্ত অঞ্চলে মা ও শিশু সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এছাড়া আফগানিস্তানের প্রতিটি জেলায় সামগ্রিক চিকিৎসা সুবিধা সম্বলিত ১টি করে বৃহৎ হাসপাতাল গড়ে তোলার চলমান প্রচেষ্টার বিষয়েও তিনি আলোকপাত করেছেন।


তথ্যসূত্র:
1. 10 Maternal and Child Health Centers Opened in Nangarhar
– https://tinyurl.com/37h4ty4f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের অভিযানে খারেজী গোষ্ঠী আইএসের ৫ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধবেকারত্ব থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব: ইমারতে ইসলামিয়া