
প্রতিবছর ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেন। আর এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর কর্মসংস্থান করা আফগান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন দেশটির সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রণালয়ের যুব সম্প্রদায় বিষয়ক ডেপুটি মন্ত্রী মুহাম্মাদ ইউনুস রশিদ হাফিযাহুল্লাহ।
গত ২৮ ফেব্রুয়ারি অনলাইন বিজনেস প্লাটফর্ম বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে জানান, যুবকদের বেকারত্ব দূর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার।
তিনি বলেন, ‘বেকারত্বের ফলে আমাদের দেশের যুবকরা পার্শ্ববর্তী এবং অমুসলিম দেশগুলোতে পাড়ি জমায়। যার ফলে তারা বিজাতীয় সংস্কৃতির প্রতি প্রভাবিত হয়ে পড়ে। যা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।’
তিনি আরও বলেন, বেকারত্ব দূর করার জন্য গত তিন বছর ধরে অনলাইন বিজনেস প্লাটফর্মের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে যুব অধিদপ্তর।
তথ্যসূত্র:
1. Saving Our Youth from Unemployment is a Priority: Deputy Minister
– https://tinyurl.com/2jjewj2x