
ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক মুসলিম নাগরিকের বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। অভিযোগ, তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ম্যাচে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। ওই সময়, মুসলিম ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় এক হিন্দুত্ববাদী ব্যাক্তি এবং পরে সে জনতাকে উস্কে দিয়ে ওই ব্যক্তির বাড়ি ধ্বংস করতে বলে।
এই ঘটনার পর, মালভান পৌরসভা কর্তৃপক্ষ ওই মুসলিম নাগরিকের বাড়ি ভেঙে দেয়।
তথ্যসূত্র:
1. Indian Muslim’s home demolished over ‘Pakistan Zindabad’ chant during cricket match
– https://tinyurl.com/6wvdbrpy



This is one of the greatest uneducated work by Mushriq.Allah Save our Muslim in India.amin