বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল

0
47

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়।

২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপরপাশে থাকা এক ব্যক্তির। সেখানে অপরপাশে থাকা ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলে, ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দেই। এক লাখ টাকা দিতে পারবো না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।’

এসময় নাহিদ হাসান খন্দকারকে বলতে দেখা যায়, ‘ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।’

এসময় নাহিদ হাসানকে আরও বলতে দেখা যায়, ‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’


তথ্যসূত্র:
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার চাঁদা দাবির ভিডিও ভাইরাল
– https://tinyurl.com/mtyhvmxn
২. ভিডিও: https://tinyurl.com/2umvwpzp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরোজার মাসে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি গাজার বাসিন্দারা
পরবর্তী নিবন্ধযবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা চার স্থাপনার নাম পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন