দিল্লি থেকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের

0
25

বাংলাদেশি ও রোহিঙ্গাসহ অবৈধ অভিবাসীদের ভারত থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নিতেও দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে সে।

গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সে এ নির্দেশ দেয়। এ সময় অমিত শাহ, ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বলেছে। শুধু তাই নয়, যারা এসব অবৈধদের ভারতে থাকা এবং ভুয়া নথিপত্র তৈরিতে ব্যবস্থা করে দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং একে কঠোরভাবে মোকাবিলা করা উচিত। শহরে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নির্বাসন দেওয়া উচিত, বলে সুস্পষ্ট নির্দেশনা দেয় সে। দিল্লিতে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে তল্লাশি চালানোরও নির্দেশ দেয় সে।

বিশ্লেষকগণ মনে করছেন, অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর নামে ভারতের অপেক্ষাকৃত দরিদ্রশ্রেণির মুসলিম বাসিন্দাদের ভারতছাড়া করার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদি বিজেপি সরকার।


তথ্যসূত্র:
1. Amit Shah directs authorities to crack down on networks assisting Bangladeshi, Rohingya intruders
– https://tinyurl.com/27bhhy58

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রকল্পের নামে ভুয়া সাইনবোর্ড টানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধউত্তর নাইজারে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদা: নিহত ১৫ শত্রু সেনা