
যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন করে ৩ মার্চ, সোমবার দখলদার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আরও ৩ জন আহত হয়। গাজার চিকিৎসাকর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দখলদার ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করায় ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে, যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিন জন আহত হয় বলে জানিয়েছে চিকিৎসকরা।
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরপরই ২ মার্চ, রবিবার থেকে গাজাজুড়ে হামলা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। রবিবারও গাজা উপত্যকায় একই ধরনের ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে অস্বীকার করার পর গাজায় মানবিক ত্রাণ প্রবেশও স্থগিত করেছে ইহুদিবাদী সরকার।
প্রসঙ্গত, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৮,৩৮৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং ১১১,৮০৩ জন আহত হয়েছেন। সরকারের মিডিয়া অফিস জানিয়েছে যে, গুঁড়িয়ে যাওয়া ভবনের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন, যাদের অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. LIVE: Israel kills two in Gaza, Trump envoy to return to Middle East
– https://tinyurl.com/3x8c8h7y
2.Israeli fire kills two Palestinians in Gaza amid impasse over ceasefire
– https://tinyurl.com/zwf5r7ss