১১ মাসে ২ লাখ ৯৬ হাজার টন তাজা ফল রপ্তানি করল ইমারতে ইসলামিয়া, আয় ১৪৩ মিলিয়ন ডলার

0
0

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কৃষি ও বাণিজ্য খাতে অগ্রগতি অর্জনের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটি সাম্প্রতিক সময়ে তাজা ফল রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ১১ মাসে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান থেকে বিভিন্ন দেশে প্রায় ২ লাখ ৯৬ হাজার টন তাজা ফল রপ্তানি হয়েছে, যার বাজার মূল্য ১৪৩ মিলিয়ন ডলারের বেশি।

গত ৩ মার্চ আফগান গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, রপ্তানিকৃত ফলের মধ্যে রয়েছে আপেল, আঙুর, ডালিম, তাজা ডুমুর, অ্যাপ্রিকট, চেরি, তুঁত, তরমুজ, কালো তুঁতসহ অন্যান্য ফল। এগুলো পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইরাক, সৌদি আরব ও কানাডাতে রপ্তানি করা হয়েছে।

উল্লেখ্য যে, আফগানিস্তানের কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানি আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, পানি সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, খাল খনন ও চেক ড্যাম নির্মাণের ওপর গুরুত্ব দিচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এছাড়া, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে উৎপাদিত ফলের মানোন্নয়ন ও প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
1. Afghanistan Exported 296,000 Tons of Fresh Fruit in 11 Months
– https://tinyurl.com/yc5aj2xx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত