
চলতি বছরের ২১ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম তীরের শহর জেনিনের শরণার্থী শিবিরে অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অংশ নেয় শত শত দখলদার সৈন্য, তারা বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে এবং রাস্তা খুঁড়ে শিবিরের প্রায় সব বাসিন্দাকে তাড়িয়ে দেয়। এরই অংশ হিসেবে এবার পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরের ঘরবাড়ি ভেঙে ফেলেছে দখলদার ইসরায়েলি সেনারা।
বাসিন্দারা বলছেন, ইসরায়েলি বুলডোজারগুলো নূর শামস শরণার্থী শিবিরের ঘরবাড়ি ভেঙে সেই এলাকার মধ্য দিয়ে একটি প্রশস্ত রাস্তা তৈরী করছে। যাতে সহজেই সামরিক যানবাহনগুলোকে প্রবেশ করানো যায়। পশ্চিম তীরে ছয় সপ্তাহ ধরে চলা বর্বর এই অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।
নূর শামস শিবির পরিষেবা কমিটির প্রধান নিহাদ আল-শাউইশ জানিয়েছেন, প্রায় ১৩ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় কেউই মূল শিবিরের ভিতরে অবশিষ্ট নাই। তিনি বলেন, শিবিরে প্রায় ৩ হাজার লোক অবশিষ্ট ছিল। এখন তারা সবাই চলে গেছে। এখনও কিছু লোক বাইরের দিকে রয়েছে কিন্তু শিবিরে কেউ অবশিষ্ট নেই।
সন্ত্রাসী ইসরায়েলি সামরিক বাহিনী জেনিনে এবং এর শরণার্থী শিবিরের পাশাপাশি তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরসহ পশ্চিম তীরের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে সপ্তাহব্যাপী বড় আকারের আক্রমণ অব্যাহত রেখেছে। যার ফলে হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
গত জানুয়ারিতে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে আগ্রাসন শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। দখলদাররা ফিলিস্তিনি ওই অঞ্চলটিতে শত শত সৈন্য ও বুলডোজার মোতায়েন করেছে। এগুলো দিয়ে শরণার্থী শিবিরের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, বিচ্ছিন্ন করা হচ্ছে পানি ও বিদ্যুৎ সংযোগ।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা-ইউএনআরডাব্লুএ জানিয়েছে, পশ্চিম তীরজুড়ে বাড়িঘর ধ্বংস এবং শরণার্থী শিবিরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এ সময় বহু ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং কমপক্ষে ৪০ হাজার লোক বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র:
1. Israel clears another refugee camp as squeeze on West Bank tightens
– https://tinyurl.com/utny66z5