
সোমালিয়ার মধ্য শাবেল রাজ্যে চলমান যুদ্ধে সোমবার, মোগাদিশু বাহিনীকে হটিয়ে বুস-হারেরি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, রাজ্যটির “আদান ইয়াবাল” জেলার উপকণ্ঠে গত ৩ মার্চ সোমবার, একটি সামরিক অপারেশন পরিচালনা করেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। জেলা শহরের উপকণ্ঠে বুস-হারেরি এলাকায় অবস্থিত মোগাদিশু বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে উক্ত অভিযানটি শুরু করেন মুজাহিদিনরা। হারাকাতুশ শাবাব যোদ্ধাদের তীব্র আক্রমণে ভারী ক্ষয়ক্ষতির পর মোগাদিশু বাহিনী ঘাঁটি ছেড়ে পালাতে শুরু করে।
সামরিক ঘাঁটি থেকে মোগাদিশু বাহিনীর এই পলায়ন শুরু হলে, মুজাহিদিনরা বুস-হারেরি শহরের অন্যান্য স্থানেও আক্রমণ জোরদার করেন। মুজাহিদদের তীব্র আক্রমণ সামলাতে না পেরে অবশেষে মোগাদিশু বাহিনী এবার পুরো শহরটি ছেড়েই পালাতে বাধ্য হয়। তবে সেনাদের এই পলায়নের আগ পর্যন্ত মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ২০ সৈন্য নিহত এবং আরও ২৩ এরও বেশি সৈন্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ১৩ টিরও বেশি মেশিনগান সহ অন্যান্য অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
তথ্যসূত:
١. سيطرة مقاتلي حركة الشباب المجاهدين على منطقة “بوس هريري”. مقتل 20 عنصرا من الميليشيات الحكومية وإصابة 23 آخرين
– https://tinyurl.com/2p82c46r