রমজান উপলক্ষে আফগানিস্তানের কাবুলে কমেছে খাদ্য পণ্যের দাম; স্বস্তিতে ক্রেতারা

0
24

পবিত্র মাস রমজান উপলক্ষে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে খাদ্যপণ্যের দাম কমেছে। বিপরীতে বেড়েছে বেচাকেনা। এই অবস্থা বজায় রাখতে কঠোরভাবে কাজ করছে কাবুল পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় জনগণের সুবিধার্থে চালু করা হয়েছে একটি ইমার্জেন্সি ফোন নম্বর। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করলেই অভিযোগ জানিয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে বিষয়টি পৌঁছানো যাবে। ফলে, এখন আর কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে পারবে না।

গত ০১ মার্চ সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন কাবুল পৌরসভার কর্মকর্তা নেমাতুল্লাহ বারাকজাই হাফিযাহুল্লাহ।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ গুরুত্বের সাথে কাজ করছে কাবুল পৌরসভা কর্তৃপক্ষ। সৌভাগ্যবশত, বাজারে ডলারের স্থিতিশীলতা বিবেচনা করে, দাম স্থিতিশীল রয়েছে। সকল নাগরিকের জন্য ১৫৫ নম্বরটি খোলা রাখা হয়েছে। যদি কেউ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে নূন্যতম অভিযোগ জানায়, তাহলে মাঠে থাকা আমাদের কর্মীরা তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে, কাবুলের বাজার পরিদর্শন করে জানা যায়, আগের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। সেই সঙ্গে কমেছে খাদ্যদ্রব্যের মূল্য।

ইদ্রিস নামে এক দোকানি বলেন, ‘রমজানের প্রথম দিন থেকেই আগের তুলনায় আরও বেশি ক্রেতারা মার্কেটে আসতে শুরু করেছেন। তারা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করছেন।’

আব্দুল গণি নামে আরেক দোকানি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বর্তমানে হাতের নাগালেই রয়েছে। সম্প্রতি বাজার ব্যবস্থার সাথে ভারসাম্য রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া সরকার।’


তথ্যসূত্র:
1. Kabul Municipality Warns Price Gougers as Ramadan Begins
– https://tinyurl.com/44mcnxjr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে আরও চার মুসলিমের সম্পত্তি জব্দ করল ভারতীয় পুলিশ
পরবর্তী নিবন্ধগুমের প্রতিটি ঘটনা হাসিনার নির্দেশেই হয়েছে: গুম কমিশনের প্রধান