
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী ও হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের মধ্যে শুরু হওয়া তীব্র যুদ্ধ অব্যাহত রয়েছে। গত সোমবারও দেশটির মধ্য শাবেলী রাজ্যের আইল আলি আহমেদ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, আশ-শাবাব মুজাহিদিনরা গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার, তীব্র যুদ্ধের পর মধ্য শাবেলি রাজ্যের আইল আলি আহমেদ শহরটির নিয়ন্ত্রণ নিয়েছেন। এরপর থেকেই শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছেন মুজাহিদিনরা। তবে গত ৩ মার্চ সোমবার, শহরটি দখল করতে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে মোগাদিশু বাহিনী। কিন্তু হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা মোগাদিশু বাহিনীকে শহরের উপকণ্ঠেই পতিহত করেন।
হারাকাতুশ শাবাব প্রশাসনের সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, এদিন মোগাদিশু বাহিনী শহরটি দখল করার লক্ষ্যে ৫ বারেরও বেশি সামরিক আগ্রাসন চালায়। কিন্তু মুজাহিদিনরা শহরের উপকণ্ঠেই মোগাদিশু বাহিনীর দ্বারা পরিচালিত প্রতিটি আক্রমণ প্রতিহত করেন। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ১৮ সৈন্য নিহত এবং আরও ৩৬ এরও বেশি সৈন্য আহত হয়। মুজাহিদিনরা যুদ্ধবন্দী হিসাবে ১ মিলিশিয়া সদস্যকে আটক করতেও সক্ষম হন।
সূচনীয় এই পরাজয় ও ৫৪ সেনা সদস্য হতাহতের পর মোগাদিশু বাহিনী শহর দখলের স্বপ্ন দেখা থেকে পিছু হটতে বাধ্য হয়। আর মুজাহিদিনরা পলায়নপর এই শত্রু সেনাদের থেকে ৭টি AK47 রাইফেল এবং একটি PKM রাইফেল সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম জব্দ করেন।
তথ্যসূত্র:
١. سجل اليوم أيضا مقتل 18 عنصرا من الميليشيات الحكومية وإصابة 36 آخرين
– https://tinyurl.com/2p82c46r