যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা

0
77

চীন ও কানাডা আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিল তা আজ থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিল চীন ও কানাডা।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আমেরিকার সময় ০৪ মার্চ, মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হবে। এছাড়া চীনের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিল সে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন আমেরিকার কৃষি পণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে আমেরিকা যদি বাণিজ্য অ্যাকশন অব্যাহত রাখে তাহলে দেশটি চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছে, আমেরিকা যদি একটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনও যুদ্ধ অব্যাহত রাখার চেষ্টা করে তাহলে চীনের দিক থেকেও চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করা হবে।

ওদিকে কানাডা আমেরিকার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ ধরনের যত তেল আমদানি করেছে তার ৬১ শতাংশ কানাডা থেকে এসেছে।

কানাডা জানিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও ১০৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারেই শুল্ক আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন কানাডিয়ান ডলারের কসমেটিকস ও বডি কেয়ার ছাড়াও ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের গৃহস্থালি সামগ্রী ছাড়াও জুস, বাদাম, ওয়াইন, বিয়ার ও কফির মতো পণ্যও আছে।

মেক্সিকোর দিক থেকেও একই ধরনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. China announces their own retaliatory tariffs after Trump increases levies against Beijing
– https://tinyurl.com/4pcd55dh
2.Trump triggers trade war with tariffs on Canada, China and Mexico
– https://tinyurl.com/35kzb567

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহারে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
পরবর্তী নিবন্ধকুশতেপা খালকে সবুজায়ন করে তুলতে আফগান কৃষকরা ১,৭০,০০০ চারা দান করেছেন