
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কর্তৃক মেগা প্রকল্প কুশতেপা খাল খনন কাজের প্রথম পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এটি ইমারতে ইসলামিয়ার একটি বিশেষ উদ্যোগ, যার উদ্দেশ্য কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।
গত ২ মার্চ এক প্রতিবেদনে জানা যায়, খালের দুই পাশে সবুজায়ন করার জন্য স্থানীয় কৃষকরা প্রায় ১,৭০,০০০ গাছের চারা প্রদান করেছেন। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে ফলদ, অ-ফলদ এবং শোভাময় গাছ সংগ্রহ করা হয়।
সরকারি কর্মকর্তারা জানান, কৃষকদের প্রদান করা গাছের চারাগুলি জাতীয় উন্নয়ন সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র:
1. د لوګر بزګرانو د قوشتېپې کانال د زرغونتيا لپاره ۱۷۰ زره نيالګي مرسته کړې
– https://tinyurl.com/32mshswd