আফগানিস্তানের নুরিস্তানে তুষারপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ হাজার হেক্টর চারণভূমি পুনর্বাসন

0
33

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের বিভিন্ন জেলায় ১১ হাজার হেক্টর চারণভূমি সফলভাবে পুনর্বাসন করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ। এ চারণভূমি ইতোপূর্বে তুষারপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রদেশটির গভর্নর ক্বারি জয়নুল আবেদিন হাফিযাহুল্লাহ উল্লেখ করেন, চারণভূমির গুণগত মান বাড়াতে ৯ মেট্রিক টন ধান রোপণের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া এতে পানি অববাহিকা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রদেশটির কেন্দ্রীয় ও অন্যান্য জেলায় ২৫ হাজার পশুখামারীকে পশু খাদ্য সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য যে, বিদ্যমান বন সংরক্ষণের পাশাপাশি নুরিস্তান প্রাদেশিক প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ প্রচেষ্টায় ২৫০০ হেক্টর জমিতে পুনর্বনায়ন করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 11,000 hectares of pastures rehabilitated in Nuristan
– https://tinyurl.com/55z3zbjf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সেনা ও পুলিশ সদর দপ্তরে মুজাহিদদের শক্তিশালী অ্যাম্বুশ: হতাহত ৮৬ সেনা
পরবর্তী নিবন্ধশাবাবের ভয়ে সোমালিয়ায় সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের