বিশ্বের কাছে ইমারতে ইসলামিয়া সম্পর্কে ভুল তথ্য তুলে ধরছে জাতিসংঘ: জাবিহুল্লাহ মুজাহিদ

0
40

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সম্পর্কে বিশ্বের কাছে ভুল তথ্য প্রচার করছে জাতিসংঘ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। এ জন্য তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনকে (ইউএনএএমএ) দায়ী করেছেন।

গত ৪ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম টোলো নিউজ। প্রতিবেদনে জানানো হয়েছে, জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সম্পর্কে নেতিবাচক রিপোর্টগুলো জাতিসংঘের কাছে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে ইউএনএএমএ(UNAMA)। আর দুর্ভাগ্যবশত, ভুল ও ত্রুটিযুক্ত এই রিপোর্টের উপর ভিত্তি করে ইমারতে ইসলামিয়া সম্পর্কে বিশ্বের কাছে একটি নেতিবাচক ধারণা তৈরি করে চলেছে জাতিসংঘ। ইমারতে ইসলামিয়ার উন্নয়ন, অর্জন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা কখনোই ইউএনএএমএ এর রিপোর্টে স্থান পায়নি।

তিনি বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জন্য কখনোই উপকারী ছিল না জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি। বরং আফগানিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে তারা।

মঈন গুল নামে আফগানিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাস্তবতার সাথে মিল রেখে রিপোর্ট তৈরি করা উচিত ইউএনএএমএ এর। গত সাড়ে তিন বছরে আমরা দেখেছি ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশ থেকে মাদক, সন্ত্রাসবাদ ও সকল ধরনের দুর্নীতি দমন করেছে। ইউএনএএমএস এর উচিত তাদের রিপোর্টে এসব তথ্য সংযুক্ত করা।


তথ্যসূত্র:
1. Mujahid: UN’s Negative Perception of Afghanistan Stems from UNAMA
– https://tinyurl.com/yzjr59nb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের ভয়ে সোমালিয়ায় সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধভারতে হিন্দুদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান যতি নরসিংহনন্দের