গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ৩০ মরদেহ, নিহত সাড়ে ৪৮ হাজার ছুঁইছুঁই

0
8

ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৪৮,৪৪০ জনে পৌঁছাল।

০৫ মার্চ, বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ০৫ মার্চ, বুধবার দখলদার বাহিনীর গুলিতে নিহত চার ফিলিস্তিনি এবং আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মোট নিহতের সংখ্যায় তারাও অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রায় ১,১১,৮৪৫ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের সবার কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জরুরি।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজার স্থানীয় কর্তৃপক্ষ দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিচ্ছে। কোথাও কোথাও সেনারা অহেতুক গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হতাহত করার প্রমাণও মিলেছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 48,400 as more bodies found in rubble
– https://tinyurl.com/ytba568t
2.Gaza death toll tops 48,400 as more bodies found in rubble
– https://tinyurl.com/5eh9wv3x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম ভেবে হিন্দু যুবককে হত্যা করলো উগ্র হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধইসরায়েলি পার্লামেন্টে হাতাহাতি; আহত দুই