ভিডিও || ভারতে ট্রেনে বৃদ্ধ আলেমকে লাঞ্ছিত করলো হিন্দুত্ববাদীরা

0
170

ভারতের রাজস্থানের গঙ্গাপুর শহরে ট্রেনে এক বৃদ্ধ আলেমকে নির্মমভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদীরা মুসলিম ব্যক্তিকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে এই হামলা চালায়।

৭ মার্চ স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম ব্যক্তি ট্রেনে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় কিছু উগ্রপন্থী হিন্দু যাত্রী তার চারপাশে বসে মুসলমানদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে থাকে। এরপর এক নারী আলেমের দিকে আঙুল তুলে তাকে ‘পাকিস্তানি’ বলে গালিগালাজ করে। এ ঘটনায় তিনি প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এরপর ট্রেনের টিকিট পরীক্ষক তাকে দরজার কাছে যেতে বলেন, এবং এই সুযোগে দুই পুরুষ ও এক নারী আলেম ব্যাক্তিকে মারধর শুরু করে।

এই নৃশংস হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, দুই পুরুষ ও এক নারী বৃদ্ধ আলেমকে চড় ও ঘুষি মারছে।
https://x.com/HateDetectors/status/1897744320054411620

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক ওয়াসিম আকরাম ত্যাগী বলেন, ‘ভারতে এখন কিছু হিন্দুত্ববাদী মুসলিমদের দেখলেই তাদের উপর হামলা করার অধিকার অনুভব করেন।’

উল্লেখ্য যে, এ ধরনের ঘটনা ভারতীয় মুসলিমদের একটি ভয়াবহ পরিস্থিতি তুলে ধরছে, যেখানে প্রশাসনের নির্লিপ্ততা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অদৃশ্য সমর্থনে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বারবার ঘটে চলেছে।


তথ্যসূত্র:
1. Gujarat: Maulana called ‘Pakistani’ and brutally assaulted on train
– https://tinyurl.com/mur8jf9f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মুসলিম যুবককে ‘গরু আমাদের মা এবং পুলিশ আমাদের বাবা’ স্লোগান দিতে বাধ্য করল ভারতীয় পুলিশ
পরবর্তী নিবন্ধমধ্য শাবেলির লাবাগারাস এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন