ইফতার শেষে মাগরিবের নামাজ না পাওয়ায় ইমামের ছেলেকে পেটালো আওয়ামীলীগ নেতা

0
40

চাঁপাইনবাবগঞ্জে মসজিদে মাগরিবের নামাজ জামাতে পড়তে না পেরে ইমামের ছেলেকে পিটিয়েছে চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী।

মঙ্গলবার (৪ মার্চ) মাগরিবের নামাজের পর সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের গিধনি পাড়া ওয়াক্তিয়া মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি একই এলাকার সোলেমান বিশ্বাসের ছেলে মো. রুহুল আমিন।

এদিকে এ ঘটনার পরপরই চরবাগডাঙা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন রুহুল আমিন।

আহত রুহুল আমিন গণমাধ্যমকে বলেছেন, আমার বাবা গিধনি পাড়া ওয়াক্তিয়া মসজিদের ইমাম। বৃদ্ধ বাবা অনুপস্থিত থাকায় আমি মাগরিবের আজান দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে মুসল্লিদের অনুমতি নিয়ে নামাজ পড়ানো শুরু করি। কিন্তু বিলম্বে মসজিদে আসে আওয়ামী লীগ নেতা ওমর আলী। এসেই সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। নামাজ শেষে এক পর্যায়ে আমার ওপর হাসুয়া নিয়ে হামলা চালিয়ে মারধর করে।


তথ্যসূত্র:
১. ইফতার শেষে নামাজ না পেয়ে ইমামের ছেলেকে পেটালেন আ. লীগ নেতা
– https://tinyurl.com/444nnkz6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তিকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা