সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা

0
19

সীমান্তে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে ওই যুবকের মরদেহ মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহত শাহেদ মিয়া সিলেটের কানাইঘাটের আলুবাড়ি গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে।

বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সে দেশের খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। রাত পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।


তথ্যসূত্র:
১. ভারতের অভ্যন্তরে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
– https://tinyurl.com/44rfzr34

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইফতার শেষে মাগরিবের নামাজ না পাওয়ায় ইমামের ছেলেকে পেটালো আওয়ামীলীগ নেতা
পরবর্তী নিবন্ধপুলিশের কাছ থেকে গ্রেফতার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী নেতাকর্মীরা