পুলিশের কাছ থেকে গ্রেফতার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী নেতাকর্মীরা

0
20

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা নাজমুল আলম মুন্নাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌর সদরের ফকিরপাড়া এলাকার একটি বিয়েবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর সময় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে হেনস্তা করে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা নাজমুল আলম পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মুন্না পৌর সদরের ফকিরপাড়া এলাকার একটি বিয়েবাড়িতে দাওয়াত খেতে আসে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য ওই স্থানে হাজির হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা থেকে ছিনিয়ে নেয়।


তথ্যসূত্র:
১. পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন আ’লীগ নেতাকর্মীরা
– https://tinyurl.com/5f92jzn5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা
পরবর্তী নিবন্ধশেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করলো ইবি প্রশাসন