
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা বন্ধ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে, যা সেখানে নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬ মার্চ, বৃহস্পতিবার গাজা সিটির শুজাইয়া পাড়ায় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩ জন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার তারা আরও ছয়টি লাশ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, ১,১১,৮৫২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
যদিও গত ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু বাস্তবে এই চুক্তি মানছে না দখলদার ইসরায়েল। স্থানীয় প্রশাসনের দাবি, প্রতিদিনই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
তথ্যসূত্র:
1. Israeli drone strike kills 3 Palestinians in Gaza City despite ceasefire deal
– https://tinyurl.com/4fsfxcwc